Job preparation 4

 # যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন - রাশেদ হোসেন। 

# তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত।

# দেশের প্রথম ভ্যাকসিনেটেড গ্রাম ঘোষণা করা হয়েছে - সাতক্ষীরার জোড়দিয়া শেখপাড়া।।।

#বিশ্ব বাঘ দিবস (২৯জুলাই)।

# বর্তমানে (২০১৮ সর্বশেষ হিসাব অনুযায়ী ) দেশে বাঘের সংখ্যা - ১১৪টি।

# ICC - এর নতুন সদস্য - সুইজারল্যান্ড, তাজিকিস্তান এবং মঙ্গোলিয়া (১৮ জুলাই)

# বর্তমানে মোট সদস্য- ১০৬ টি দেশ।

গণআন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ। দেশটির পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

### দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্থাপন করা হলো- "বঙ্গবন্ধু কর্নার "

# নতুন করে ৩টি উপজেলা হচ্ছে - ইদগাও থানা, ডাসার থানা ও মধ্যনগর থানা।

# বাস্তবায়ন হলে উপজেলা হবে - ৪৯৫টি।

# বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন উন্মোচন করলো - চীন (২০জুলাই,২১)। 

# গতিবেগ ঘঘণ্টায় - ৬০০ কি.মি.।

### প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলে দূতাবাস খুলেছে- সংযুক্ত আরব আমিরাত।

# ১৪ জুলাই, ২০২১।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণ পাম’ (Palme d'Or) জিতলো ফরাসি নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর “টাইটেন”।

টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন “বাশার আল- আসাদ”

# ''উত্তর সোনা'' - নামে নতুন প্রজাতির ধানের আবিষ্কার করলো কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বাংলা‌দেশের স্বাধীনতা, ভারত বাংলা‌দেশ কূট‌নৈ‌তিক সম্প‌র্কের ৫০ বছর পূ‌র্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে "বঙ্গবন্ধু চেয়ার" চালু কর‌ছে - দি‌ল্লি বিশ্ব‌বিদ‌্যালয়।

### বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা  - ৫ জন।

### অবসরে গেলেন বিচারপতি  - আবু বক্কর সিদ্দিকী।

# "অলিম্পিক লরেল" সম্মাননা পাচ্ছেন - ড. মুহাম্মদ ইউনুস। 

# তিনি বিশ্বের ২য় ব্যক্তি হিসেবে এ সম্মাননা পাচ্ছেন।

# ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার নাম - "আয়রন ডোম"।

# তৈরি করেছে - Rafayel Advance Defense System.

# ২০২১ সালের ৪-৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করবে - বাংলাদেশ। 

# এ সম্মেলনে "বঙ্গবন্ধু শান্তি পুরস্কার " ঘোষণা হবে।

রোহিঙ্গা সংকটের সমাধানে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে  জাতিসংঘে (জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে) রেজুলেশন গৃহীত।

# PPPএর মতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - লুক্সেমবার্গ ( নিম্নদেশ - বুরুন্ডি)।

# বাংলাদেশের অবস্থান - ১৪০ তম।

# বর্তমানে বেসরকারি খাতে অনুমোদন পাওয়া টেলিভিশন চ্যানেল- ৪৫টি

# কমিউনিটি রেডিওর সংখ্যা - ৩১ টি (FM- ২৭টি)


নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন “শের বাহাদুর দেউবা”।

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন বাঙালি জাতিসত্তার কবি হিসেবে পরিচিত কবি 

 মুহাম্মদ নুরুল হুদা।

# বর্তমানে বাংলাদেশের GI পণ্যের সংখ্যা - ৯টি।

# সর্বশেষ ৬ টি GI পণ্যের স্বীকৃতি পায় বাংলাদেশ - ১৭ জুন,২০২১।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১


 পুরুষ এককে চ্যাম্পিয়ন- 

নোভাক জকোভিচ (সার্বিয়া)।

মহিলা এককে- অ্যাশলেইগ বার্টি (অস্ট্রেলিয়া)।



কোপা আমেরিকা ২০২১ আপডেট তথ্য

চ্যাম্পিয়ন দলঃ আর্জেন্টিনা

রানার্স আপঃ ব্রাজিল

আর্জেন্টিনা (১-০ ) জয়ী । একমাত্র গোলটি করেন ডি মারিয়া

ম্যান অব দ্যা ম্যাচঃ ডি মারিয়া

বেস্ট প্লেয়ারঃ লিওনেল মেসি

টপ স্কোরারঃ লিওনেল মেসি ( ৪টি গোল)

বেস্ট গোলকিপারঃ মার্টিনেজ

কোপা আমেরিকা ২০২১ ফাইনাল হয়- মারাকানা স্টেডিয়ামে।

কোপা আমেরিকা সর্বোচ্চবার জেতে- উরুগুয়ে (১৫ বার) ও আর্জেন্টিনা (১৫ বার)।

বাংলাদেশে  যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে- পিটার হাসকে মনোনয়ন দিয়েছেন জো বাইডেন

# কানাডার নতুন গভর্নর জেনারেল - মেরী সাইমন (আদিবাসী)।

# ২০২৩ - ২৪ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় হবে - ৩০১৪ মার্কিন ডলার।

# বর্তমানে মাথাপিছু আয় - ২২২৭ মার্কিন ডলার।

# ২০২০ - ২১ অর্থবছরে প্রবাসী আয় এসেছে - ২৪৭৭ কোটি ডলার।

# প্রবাসী আয়ে শীর্ষ দেশ -ভারত।

# বাংলাদেশ - সপ্তম।

বৈদেশিক মুদ্রার মজুদে বাংলাদেশ বিশ্বে ৪৪ তম । 

মজুদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার।

সবচেয়ে কম বয়সে (১২ বছর বয়সী) গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দাবাড়ু “অভিমন্যু মিশ্র”।

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ রিপোর্ট --


@  বর্তমানে দেশের জনসংখ্যা - ১৬ কোটি ৮২ লাখ।

@  জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০ শতাংশ। 

@  জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে - ১১৪০ জন।

@  গড় আয়ু  - ৭২ বছর ৮ মাস ( নারী ৭৪.৫ এবং পুরুষ ৭১.২ বছর)। 

@  বর্তমানে শিক্ষার হার - ৭৫ শতাংশ। 

@  খানার গড় আকার - ৪.৩ জন।

@  পানি ব্যবহারের সুবিধাভোগী - ৯৮.৩ শতাংশ। 

@  টইলেট সুবিধাজনক - ৮১.৫ শতাংশ। 


**** সোর্স প্রথম আলো ***


###  একনজরে বিদ্যুতের বর্তমান অবস্থা ( সোর্স জাতীয় তথ্য বাতায়ন) --


@  বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা - ২৫২২৭ মে.ও.

@  সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন - ১৩,৭৯২ মে.ও.( ২৭  এপ্রিল, ২০২১)।

@  গ্রাহকসংখ্যা - ৪ কোটি। 

@  মোট সঞ্চালন লাইন - ১২,৭৪৪

@  বিদ্যুৎ বিতরণ লস - ৮.৭৩% ( জুন, ২০২০)।

@  বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী - ৯৯%।

Post a Comment

0 Comments