Job preparation general knowledge 3

Job preparation general knowledge 3

 #কনফিউশান প্রশ্নের সঠিক তথ্য জানুন।


# প্রশ্নঃ UNESCO'র কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? (৪০ তম নাকি ২০৬ তম)।


@ সঠিক উত্তর - ২০৬ তম ( সাধারণ সভা বললে ৪০ তম হবে)।


# প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য? (৩২তম নাকি ৩৪ তম)।


@ সঠিক  উত্তরঃ ৩৪ তম ( কমনওয়েলথ এর নিজস্ব ওয়েবসাইট) এটা না থাকলে ৩২ তম দিতে হবে(১১শ-১২শ বইতে দেওয়া আছে)।


# প্রশ্নঃ ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? (৩০ তম নাকি ৩১ তম)।


@ উত্তরঃ ৩০ তম (৩১ হবেনা কারণ  ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০ তম সম্মেলন হয়েছিল এবং ওই সম্মেলনে (১৯৯৯ সালে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়)। আর ৩১ তম সম্মেলন হয়েছিল ২০০১ সালে।

# # # বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট - ২০২০ (প্রকাশ করে ২৮ জুন, ২০২১)।


@  জাতীয়  জনসংখ্যা ( ১ জুলাই,২০২০) - ১৬৮.২২ মিলিয়ন বা ১৬ কোটি ৮২ লক্ষ।

@  জাতীয় জনসংখ্যা ( প্রাক্কলিত) [১জানুয়ারি, ২০২১] - ১৬৯.১১ মিলিয়ন বা ১৬ কোটি ৯১ লক্ষ।

@  জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%।

@  মুসলিম জনসংখ্যা - ৮৮.৪%।

@  জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI)  - ১.৩০%।

@  জনসংখ্যার ঘনত্ব ( প্রতি বর্গ কি.মি.) - ১১৪০ জন।

@  পুরুষ ও নারীর অনুপাত -  ১০০.২ : ১০০।

@  স্থূল মৃত্যুর হার ( প্রতি হাজারে) - ৫.১ জন।

@  এক বছরের নিচে শিশু মৃত্যুর হার - ২১ জন।

@  এক মাসের নিচে শিশু মৃত্যুর হার - ১৫ জন।

@  পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার - ২৮ জন।

@  গড় আয়ুকাল - ৭২.৮ বছর ( নারী - ৭৪.৫ বছর  এবং পুরুষ -৭১.২ বছর।

@  স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন।

@  বিবাহের গড় বয়স - পুরুষ (২৫.২ বছর) এবং নারী - (১৯.১ বছর)।

@  খানার আকার - ৪.৩। 

@  বিদ্যুতের সুবিধাভোগী জনগোষ্ঠী - ৯৬.২%।

@  স্বাস্থ্য সম্মত স্যানিটারি ব্যবহারকারী - ৮১.৫%।

@  স্বাক্ষরতার হার - ৭৫.২%( পুরুষ - ৭৭.৪% এবং নারী - ৭২.৯%)।

@  শিক্ষার হারে শীর্ষ বিভাগ  - বরিশাল।

@  শিক্ষার হারে সর্বনিম্ন বিভাগ - ময়মনসিংহ। 

@  শিক্ষার হারে শীর্ষ জেলা - পিরোজপুর। 

@  শিক্ষার হারে সর্বনিম্ন জেলা - জামালপুর।

# Asian  Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান সদস্য -   ৮৭ টি।

# সর্বশেষ সদস্য - চিলি (২জুলাই, ২০২১)।

# যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম কোনো নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন - ক্যাথি হকুল।

# বিশ্বের ১ম ক্রিকেটার হিসেবে  টি-২০'র সংক্ষিপ্ত ফরম্যাটে ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন- সাকিব আল হাসান।

# নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসহ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র - ২৮টি।


# সর্বশেষ গ্যাসক্ষেত্র -

 সিলেটের জকিগঞ্জ।

#  অলিম্পিকে সর্ব্বোচ্চ পদকজয়ী দেশ - যুক্তরাষ্ট্র (স্বর্ণ৩৯টি সহ মোট ১১৩টি,২য়-চীন)

# সর্ব্বোচ্চ পদকজয়ী অ্যাথলেট - ড্রেসেল (সাতারু, স্বর্ণ৫টি)

# ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার -২০২১ লাভ করেন - ডেভিড ডিওপ (১ম ফরাসি সাহিত্যিক) 

# উপন্যাস - At Night All Blood is black 


# ২০২০-২১ অর্থবছরে GDP'র প্রবৃদ্ধি লক্ষ্য ছিল- ৮.২% কিন্তু অর্জিত হয়েছে- ৫.৪৭%

#২০২১-২২ GDP এর প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছে -৭.২%

Job preparation general knowledge 3

Post a Comment

0 Comments