Job preparation 5

ব্রিটেনের ইতিহাসে প্রথম কোন মুসলিম হিসেবে  স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন “সাজিদ জাভিদ


সুইজারল্যান্ডে এমপি হলেন প্রথম বাংলাদেশি নারী সুলতানা খান


কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২৭ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ প্রদান করা হয়েছে।


করোনাভাইরাস এর   কারণে “আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১” আগামী ১৭অক্টোবর ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধক টিকা উৎপাদন কারখানা স্থাপন করা হবে “গোপালগঞ্জে”।

এবি ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক

ব্যাংক হিসেবে প্রথম ‘অটোমেটেড চালান সিস্টেম’ (ACS) সেবা চালু করলো

ভারতকে হারিয়ে প্রথম ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’ ট্রফি জিতল  নিউজিল্যান্ড।

প্লেয়ার অব দ্যা ম্যাচ ‘কাইল জেমিসন’।

# বর্তমানে বিশ্বের সবচেয়ে  ব্যয়বহুল     শহর -  আশখাবাদ ( তুর্কমেনিস্তান)।

# সর্বনিম্ন শহর- বিশকেক (কিরগিজস্তান)

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ফরাসি সংস্করণ ‘জার্নাল ডি প্রিজন’এর মোড়ক উন্মোচন। ফরাসি অনুবাদক- অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ।


মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোণার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুরের ‘হালইসার’ গ্রামকে ‘ফিশার ভিলেজ’ বা ‘মৎস্য গ্রাম’ ঘোষণা করা হয়েছে।

# পাট থেকে নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবন, যার নাম  -হোমিকরসিন। 

# গবেষণায় নেতৃত্ব দেন- ড. হাসিনা খান।

সুইডেনের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন-  “স্টেফান লোফভেন”।

ইসরাইল  নতুন (১৩তম) প্রধানমন্ত্রী ইয়ামিনা পার্টির নেতা ' নাফতালি বেনেট '।

তিনি  মাত্র ১ ভোটের ব্যবধানে জয়লাভ করে নেতানিয়াহু যুগের অবসান  ঘটালেন।


আরো ১৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ৪১৬ জনে।

# এসডিজি অর্জনে বর্তমানে শীর্ষদেশ - ফিনল্যান্ড। 

# বাংলাদেশের অবস্থান - ১০৯ তম।

বিশ্ব শান্তি সূচক -২০২১

# শীর্ষদেশ - আইসল্যান্ড # বাংলাদেশ - ৯১ তম।

# দক্ষিণ এশিয়ায় - ৩য়।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ (মে মাসের সেরা ক্রিকেটার) নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।


জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) কাউন্সিলের সদস্য নির্বাচিত হল বাংলাদেশ (এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে)।

মেয়াদ : ২০২২-২৪।

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন-

দেশটির প্রধান বিচারপতি “ইব্রাহিম রাইসি”।

দায়িত্ব গ্রহণ করবেন - ৩ আগস্ট, ২০২১।

বিমানবাহিনীর নতুন (১৬তম) প্রধান হিসেবে (১২জুন, ২০২১) দায়িত্ব গ্রহণ করলেন-

এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

#  পুলিৎজার পুরস্কার - ২০২১ সাংবাদিকতায়


 পেলো -   রয়টার্স  ও নিউইয়র্ক টাইমস।

# সামরিক শক্তি ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ - চীন।

# সামরিক ব্যয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

# সম্প্রতি ৪৭তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্রিটেনের সেন্ট ইভ দ্বীপে। 

# সময়সীমা (১১ - ১৩ জুন),  ২০২১।

# বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় -৫০ টি।

# সর্বশেষ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (খুলনা)

# বেসরকারি  - ১০৭ টি।

ব্রেকিং নিউজ


**নতুন সেনাপ্রধান লে. জে. এস এম শফিউদ্দিন আহমেদ

**২৪ জুন দায়িত্ব নেবেন এস এম শফিউদ্দিন আহমেদ

Post a Comment

0 Comments