Job preparation 2



# আসুন আমরা বাংলা সাহিত্যের আরো কিছু প্রশ্নের "কনফিউশান" দূর করি।।।

------------ ------------ ------------ ------------ ------------ -------

প্রশ্নঃ "একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু" - পঙক্তির রচয়িতা কে? (রবীন্দ্রনাথ নাকি জীবনানন্দ দাশ)।




@ সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (স্ফূলিঙ্গ কবিতা থেকে সংগ্রহীত)।




প্রশ্নঃ "গীতাঞ্জলি" কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন কে? (রবীন্দ্রনাথ নাকি ডব্লিউ বি ইয়েটস)।




@ সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অনুবাদ করেছেন। অপরান্তে ডব্লিউ বি ইয়েটস শুধু ভূমিকা সম্পাদনা করেছেন )।




প্রশ্নঃ রবীন্দ্রনাথ এর "গতিবাদ তত্ত্ব" প্রকাশ পেয়েছে কোন কাব্যে? ( কণিকা নাকি বলাকা কাব্যে)।




@ সঠিক উত্তরঃ বলাকা কাব্যগ্রন্থে।




প্রশ্নঃ "শেষের কবিতা" উপন্যাসে কোন ভাষাবিদের নাম উল্লেখ আছে? (হরপ্রসাদ শাস্ত্রী নাকি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের)




@ সঠিক উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের (শেষের কবিতা উপন্যাসের ২৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে)।




প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? (কবিকাহিনি নাকি বনফুল)।




@ সঠিক উত্তরঃ কবিকাহিনি।




ব্যখ্যাঃ বনফুল দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৮৮০ সালে। যদিও "জ্ঞানাঙ্কুর" ও "প্রতিবিম্ব" পত্রিকায় বনফুল কাব্যের কবিতা ১৮৭৬ সালে প্রকাশিত হতো, সেক্ষেত্রে অনেকেই বনফুলকে প্রথম প্রকাশিত কাব্য বলে থাকে কিন্তু তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনি হবে।




প্রশ্নঃ স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি লেখেন? (স্মরণ নাকি নৈবেদ্য)।




@ সঠিক উত্তরঃ স্মরণ




ব্যাখ্যাঃ কারণ স্মরণ কাব্যটি প্রকাশিত হয় ১৯০৩ সালে এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয় ১৯০২ সালে। অপরদিকে নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয় ১৯০১ সালে। এ কাব্যে বিভিন্নভাবে মৃত্যুর কথা এসেছে কিন্তু তাঁর স্ত্রীকে উপলক্ষ করে নয়। সুতরাং স্মরণ ই সঠিক উত্তর এবং যুক্তিযুক্ত)।




প্রশ্নঃ "বিষাদ সিন্ধুর" নায়ক কে? (এজিদ নাকি ইমাম হোসেন)।




@ সঠিক উত্তরঃ এজিদ।




প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ ফসল কোনটি? (শ্রীকৃষ্ণকীর্তন নাকি বৈষ্ণব পদাবলি)।




@ সঠিক উত্তরঃ বৈষ্ণব পদাবলি।




ব্যাখ্যাঃ শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম নিদর্শন এবং সর্বজনস্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ)।

# বাংলা সাহিত্যকর্মের একই নামের সদৃশ এর পরবর্তী অংশ।।।

------------ ------------ ------------ ------------ ------------ -------

* মহাভারত (মহাকাব্য) - ব্যাসদেব।

* মহাশ্মশান (মহাকাব্য) - কায়কোবাদ।

* মহাপতঙ্গ (উপন্যাস) - আবু ইসাহাক।

------------ ------------ ------------ ------------ ------------ --- ---

* মরুভাস্কর (প্রবন্ধ) - এস ওয়াজেদ আলী।

* মরুভাস্কর ( কাব্যগ্রন্থ) - কাজী নজরুল ইসলাম।

* মরুশিখা (কাব্যগ্রন্থ) - যতীন্দ্রনাথ সেন গুপ্ত।

* মরুমায়া (কাব্যগ্রন্থ) - যতীন্দ্রনাথ সেন গুপ্ত।

* মরুচন্দ্রিকা (কাব্যগ্রন্থ)- কাজী কাদের নেওয়াজ।

------------ ------------ ------------ ------------ ------------ --- ---

* রজনী (উপন্যাস) - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

* রজনী (উপন্যাস) - হুমায়ূন আহমেদ।

------------ ------------ ------------ ------------ ------------ --- ---

* অরণ্য জনপদে (প্রবন্ধ) - আব্দুস সাত্তার।

* আরণ্যক (উপন্যাস) - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

* অরণ্যবহ্নি (উপন্যাস্) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

* বহ্নিবলয় (উপন্যাস) - ড. নীলিমা ইব্রাহিম।

* অরণ্য গোধূলি (উপন্যাস) - বন্দে আলী মিয়া।

* অরণ্য নীলিমা ( উপন্যাস) - আহসান হাবীব।

* বিধবস্ত নীলিমা (কাব্যগ্রন্থ) - শামসুর রাহমান।

* বিধবস্ত রোদের ডেউ (উপন্যাস) - সরদার জয়েন উদ্দিন।

------------ ------------ ------------ ------------ ------------ --- ---

* ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ) - এস ওয়াজেদ আলী।

* আত্মঘাতী বাঙালি (প্রবন্ধ) - নীরদচন্দ্র চৌধুরী।

* বাঙালির ইতিহাস (প্রবন্ধ) - নিহাররঞ্জন রায়।

------------ ------------ ------------ ------------ ------------ --- ---

* স্পেন বিজয় কাব্য (মহাকাব্য) - ইসমাইল হোসেন সিরাজী।

* শ্রীকৃষ্ণ বিজয় (কাব্যগ্রন্থ) - মালাধর বসু।

* ধর্ম বিজয় ( নাটক) - রামনারায়ণ তর্করত্ন।

* সিন্ধু বিজয় (নাটক) - আকবর উদ্দিন।

* গোরক্ষ বিজয়( নাথ সাহিত্য) - শেখ ফয়জুল্লাহ।

* রসুল বিজয় (কাব্যগ্রন্থ) - সরদার জয়েন উদ্দিন।

------------ ------------ ------------ ------------ ------------ ---

# বাংলা সাহিত্যকর্মের নামের সদৃশ।গতকালের পরের অংশ।




* পদ্মগোখরা ( গল্প ) - কাজী নজরুল ইসলাম।

* পদ্মাবতী ( কাব্য) - সৈয়দ আলাওল।

* পদ্মাবতী ( নাটক ) - মাইকেল মধুসূদন দত্ত।

* পদ্মাবতী ( সমালোচনামূলক গ্রন্থ ) - সৈয়দ আলী আহসান।

* পদ্মরাগ ( উপন্যাস) - বেগম রোকেয়া।

* পদ্মা মেঘনা যমুনা ( উপন্যাস ) - আবু জাফর শামসুদ্দিন।

* পদ্মা নদীর মাঝি ( উপন্যাস ) - মানিক ববন্দ্যোপাধ্যায়।

* পদ্মার পপলিদ্বীপ ( উপন্যাস ) - আবু ইসাহাক।

* পদ্মা নদীর চর ( কাব্যগ্রন্থ ) - বন্দে আলী মিয়া।

--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---



* কৃষ্ণকুমারী ( নাটক) - মাইকেল মধুসূদন দত্ত।

* কৃষ্ণচরিত ( প্রবন্ধ ) - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

* কৃষ্ণকান্তের উইল ( উপন্যাস) - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। # বাংলা সাহিত্যকর্মে নামের সদৃশ এর পরবর্তী অংশ।




* একাত্তরের দিনগুলি (স্মৃতিকথা) - জাহানারা ইমাম।

* একাত্তরের ডায়েরি (স্মৃতিকথা) - সুফিয়া কামাল।

* একাত্তরের ঢাকা (প্রবন্ধ গ্রন্থ) - সেলিনা হোসেন।

* একাত্তরের নিশান — রাবেয়া খাতুন।

* একাত্তরের বর্ণমালা — এম আর আখতার মুকুল। * একাত্তরের কথামালা — বেগম নুরজাহান।

* একাত্তরের সাহিত্য — বশির আল হেলাল।

* একাত্তরের বিজয়গাঁথা — মেজর রফিকুল ইসলাম।

* একাত্তরের যীশু — শাহরিয়ার কবির।




## এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এগুলো খুব ভালো করে আয়ত্ত্ব করুন।

--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

* একাত্তরের রনাঙ্গন — শামসুল হুদা চৌধুরী।

* একাত্তরের গণহত্যা — বশির আল হেলাল।

* একাত্তরের অগ্নিকন্যা — তুষার আব্দুল্লাহ।

* একাত্তরের চিঠি ( পত্র সংকলন) — সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন।

* একাত্তরের যুদ্ধশিশু — সাজিদ হোসেন

--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

* একাত্তরের স্মৃতিচারণ — আহমেদ রেজা।

* একাত্তরের নয়মাস — রাবেয়া খাতুন।

* একাত্তরের বধ্যভূমি ও গণকবর — সুকুমার বিশ্বাস।

* একাত্তরের দুঃসহ স্মৃতি — শাহরিয়ার কবির।

* একাত্তরের গণহত্যা, নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার — শাহরিয়ার কবির।

* কৃষ্ণমঙ্গল ( কাব্য ) - শঙ্কর চক্রবর্তী।

### নদী নিয়ে কনফিউশান দূর করুন।




প্রশ্ন-১ঃ বাংলাদেশ - ভারত 'যৌথ নদী কমিশন' গঠিত হয় কত সালে? (১৯৭২/১৯৭৩)

@ সঠিক উত্তর - ১৯৭২ ( সোর্স - যৌথ নদী কমিশন, বাংলাদেশ + বাংলাপিডিয়া)।




প্রশ্ন-২ঃ বাংলাদেশের আন্তঃসীমান্ত / আন্তর্জাতিক নদী কয়টি? (৫৫/৫৬/৫৭/৫৮)।

@ সঠিক উত্তরঃ ৫৭ / ৫৮ টি




# ব্যাখ্যাঃ ৫৭ টি দেওয়া আছে 'যৌথ নদী কমিশন, বাংলাদেশ ওয়েবসাইট এবং ৫৮ টি দেওয়া আছে বাংলাপিডিয়া। এখন প্রশ্ন হলো অপশনে দুটিই থাকলে কোনটা সঠিক হবে এক্ষেত্রে অবশ্যই ৫৭ টি দিতে হবে কারণ গভমেন্ট ওয়েবসাইট বেশি গ্রহণযোগ্য।




প্রশ্ন-৩ঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি?( ৫৩/৫৪/৫৫)।

@ সঠিক উত্তরঃ ৫৪/৫৫ টি ( প্রশ্ন ২ এর ব্যাখ্যা পড়লেই বুঝতে পারবেন)।




প্রশ্ন-৪ঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি? (হালদা/ সাঙ্গু)।

@ সঠিক উত্তরঃ হালদা ( সাঙ্গু নদী মায়ানমার থেকে এসেছে এর উৎপত্তি আরাকান পাহাড় থেকে। বাজারের প্রায় সকল বইতে সাঙ্গু এবং হালদা উভয় দেওয়া আছে যা ভুল; সোর্স বাংলাপিডিয়া)।




প্রশ্ন-৫ঃ নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? (৫৬/৬২/৬৩)।

@ সঠিক উত্তরঃ ৫৬ কি.মি (নবম দশম শ্রেণির বোর্ড বই) এবং ৬২ কি.মি দেওয়া (বাংলাপিডিয়া)। দুটোই থাকলে ৬২ উত্তর করতে হবে।

# বাংলা সাহিত্যকর্মের নামের সদৃশ এর পরবর্তী অংশ।।।




* দেনাপাওনা (ছোট গল্প) - রবীন্দ্রনাথ ঠাকুর।

* দেনাপাওনা ( উপন্যাস) - শরৎচন্দ্র চচট্টোপাধ্যায়।

-- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

* জননী ( উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়।

* জননী (উপন্যাস) - শওকত ওসমান।

* জননী কাব্য ( কবিতা) - জাকিরুল চৌধুরী।

* মা যে জননী কান্দে (কাব্য) - জসীমউদ্দিন।

---- --- --- --- --- --- --- --- --- --- --- -------------- ---------

* মানচিত্র ( কবিতা) - আলাউদ্দিন আল আজাদ।

* মানচিত্র (নাটক) - আনিস চৌধুরী।

--- --- --- --- --- --- --- --- --------- --- --- ------- ------------

* সীমান্তের চিঠি (ভ্রমণকাহিনি) - ইব্রাহিম খলিল।

* সীমানা পেরিয়ে ( মুক্তিযুদ্ধ চলচ্চিত্র) - আলমগীর কবির।

------ --- --- --- --- --- ----- --- --- --- --- --- --- --- --- -------

* দেয়াল (রাজনৈতিক উপন্যাস) - হুমায়ুন আহমেদ।

* দেয়াল (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দিন।

* কাচের দেয়াল (চলচ্চিত্র) - জহির রায়হান।

--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- - ------------

* সাম্যবাদী ( কবিতা) - কাজী নজরুল ইসলাম।

* সাম্যবাদী (পত্রিকা) - খান মুহম্মদ মঈনুদ্দিন।

* সাম্য (প্রবন্ধ গ্রন্থ) - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

------------ ------------ ------------ ------------ -------------- -----

* চতুরঙ্গ (উপন্যাস) - রবীন্দ্রনাথ ঠাকুর।

* চতুরঙ্গ ( পত্রিকা) - হুমায়ুন কবির।

* চতুরঙ্গ (রম্যরচনা) - সৈয়দ মুজতবা আলী।

------------ ------------ ------------ ------------ ------------ ------

* রক্তরাগ (কাব্য) - গোলাম মোস্তফা।

* রক্তকরবী (নাটক) - রবীন্দ্রনাথ ঠাকুর।

* রক্তাক্ত প্রান্তর (নাটক) - মুনীর চৌধুরী।

* রিক্তের বেদন (গল্পগ্রন্থ) - কাজী নজরুল ইসলাম।

------------ ------------ ------------ ------------ ------------ -----



Post a Comment

0 Comments