@ সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অনুবাদ করেছেন। অপরান্তে ডব্লিউ বি ইয়েটস শুধু ভূমিকা সম্পাদনা করেছেন )।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ এর "গতিবাদ তত্ত্ব" প্রকাশ পেয়েছে কোন কাব্যে? ( কণিকা নাকি বলাকা কাব্যে)।
@ সঠিক উত্তরঃ বলাকা কাব্যগ্রন্থে।
প্রশ্নঃ "শেষের কবিতা" উপন্যাসে কোন ভাষাবিদের নাম উল্লেখ আছে? (হরপ্রসাদ শাস্ত্রী নাকি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের)
@ সঠিক উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের (শেষের কবিতা উপন্যাসের ২৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? (কবিকাহিনি নাকি বনফুল)।
@ সঠিক উত্তরঃ কবিকাহিনি।
ব্যখ্যাঃ বনফুল দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৮৮০ সালে। যদিও "জ্ঞানাঙ্কুর" ও "প্রতিবিম্ব" পত্রিকায় বনফুল কাব্যের কবিতা ১৮৭৬ সালে প্রকাশিত হতো, সেক্ষেত্রে অনেকেই বনফুলকে প্রথম প্রকাশিত কাব্য বলে থাকে কিন্তু তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনি হবে।
প্রশ্নঃ স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি লেখেন? (স্মরণ নাকি নৈবেদ্য)।
@ সঠিক উত্তরঃ স্মরণ
ব্যাখ্যাঃ কারণ স্মরণ কাব্যটি প্রকাশিত হয় ১৯০৩ সালে এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয় ১৯০২ সালে। অপরদিকে নৈবেদ্য কাব্যটি প্রকাশিত হয় ১৯০১ সালে। এ কাব্যে বিভিন্নভাবে মৃত্যুর কথা এসেছে কিন্তু তাঁর স্ত্রীকে উপলক্ষ করে নয়। সুতরাং স্মরণ ই সঠিক উত্তর এবং যুক্তিযুক্ত)।
* একাত্তরের গণহত্যা, নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার — শাহরিয়ার কবির।
* কৃষ্ণমঙ্গল ( কাব্য ) - শঙ্কর চক্রবর্তী।
### নদী নিয়ে কনফিউশান দূর করুন।
প্রশ্ন-১ঃ বাংলাদেশ - ভারত 'যৌথ নদী কমিশন' গঠিত হয় কত সালে? (১৯৭২/১৯৭৩)
@ সঠিক উত্তর - ১৯৭২ ( সোর্স - যৌথ নদী কমিশন, বাংলাদেশ + বাংলাপিডিয়া)।
প্রশ্ন-২ঃ বাংলাদেশের আন্তঃসীমান্ত / আন্তর্জাতিক নদী কয়টি? (৫৫/৫৬/৫৭/৫৮)।
@ সঠিক উত্তরঃ ৫৭ / ৫৮ টি
# ব্যাখ্যাঃ ৫৭ টি দেওয়া আছে 'যৌথ নদী কমিশন, বাংলাদেশ ওয়েবসাইট এবং ৫৮ টি দেওয়া আছে বাংলাপিডিয়া। এখন প্রশ্ন হলো অপশনে দুটিই থাকলে কোনটা সঠিক হবে এক্ষেত্রে অবশ্যই ৫৭ টি দিতে হবে কারণ গভমেন্ট ওয়েবসাইট বেশি গ্রহণযোগ্য।
প্রশ্ন-৩ঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি?( ৫৩/৫৪/৫৫)।
@ সঠিক উত্তরঃ ৫৪/৫৫ টি ( প্রশ্ন ২ এর ব্যাখ্যা পড়লেই বুঝতে পারবেন)।
প্রশ্ন-৪ঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি? (হালদা/ সাঙ্গু)।
@ সঠিক উত্তরঃ হালদা ( সাঙ্গু নদী মায়ানমার থেকে এসেছে এর উৎপত্তি আরাকান পাহাড় থেকে। বাজারের প্রায় সকল বইতে সাঙ্গু এবং হালদা উভয় দেওয়া আছে যা ভুল; সোর্স বাংলাপিডিয়া)।
প্রশ্ন-৫ঃ নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? (৫৬/৬২/৬৩)।
@ সঠিক উত্তরঃ ৫৬ কি.মি (নবম দশম শ্রেণির বোর্ড বই) এবং ৬২ কি.মি দেওয়া (বাংলাপিডিয়া)। দুটোই থাকলে ৬২ উত্তর করতে হবে।
# বাংলা সাহিত্যকর্মের নামের সদৃশ এর পরবর্তী অংশ।।।
0 Comments
Don’t comment any link
Emoji