# অর্থনৈতিক সমীক্ষা ২০২০ ও ২০২১ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিন। মনে রাখবেন এখান থেকে প্রায় সকল পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। সুতরাং তথ্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।।।
------------ ------------ ------------ ------------ ------------ --------
প্রশ্ন সমীক্ষা ২০২০ সমীক্ষা ২০২১
------------------- ------------ --------- ---------------------
*মোট জনসংখ্যা ১৬৬.৫০ মি. ১৬৮.২ মি.
*জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ একই
*পুরুষঃমহিলা ১০০.২ঃ১০০ একই
*জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন ১১৪০জন
*স্থুল জন্মহার (প্রতি ১০০০) ১৮. ১ একই
*স্থুল মৃত্যুহার (প্রতি ১০০০) ৪.৯ ৫. ১
*শিশু মৃত্যুহার(১ বছরের নিচে) ২১ একই
*প্রজনন হার ২.০৪ একই
*প্রত্যাশিত গড় আয়ু ৭২.৬ ৭২.৮
[ পুরুষ ৭১.২ মহিলা ৭৪.৫]
বিবাহের গড় বয়স ২৪.২ও ১৮.৫ ২৫.২ ও ১৯.১
*ডাক্তার প্রতি জনসংখ্যা ১ঃ১৭২৪ একই
*সুপেয় পানি গ্রহণকারী ৯৮.১ ৯৮.৩
*স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী ৮১.৫ একই
*সাক্ষরতার হার ৭৪.৪ ৭৫.২
------------ ------------ ------------ ------------ ------------ -------
# শ্রম শক্তির হার -
------------ ------------
* কৃষিতে - ৪০.৬
* শিল্পে - ২০.৪ একই
* সেবাখাতে - ৩৯
------------ ------------ ------------ ------------ ------------ --------
# জিডিপি তে অবদান - ২০১৯-২০ * ২০২০-২১
------------ ------------ ------------ ---------- ------------------
* কৃষিখাতের - ১৩.৩৫ ১৩.৪৭
* শিল্পখাতের - ৩৫.৩৬ ৩৪.৯৯
* সেবাখাতের - ৫১.৩০ ৫১.৫৪
------------ ------------ ------------ ------------ ------------ -------
* দারিদ্র্যের হার - ২০.৫
* চরম দারিদ্র্যের হার - ১০.৫
------------ ------------ ------------ ------------ ------------ --------
*জিডিপি প্রবৃদ্ধি হার ৫.২৪ ৫.৪৭
*মাথাপিছু জিডিপি ১৯০৭ মা.ড ২০৯৭ মা.ড
*মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মা.ড ২২২৭ মা.ড
------------ ------------ ------------ ------------ ------------ --------
*রপ্তানি আয় (সমীক্ষা ২১): ৩৭৮৮২মিলিয়ন মা.ড
*আমদানি ব্যয় (সমীক্ষা ২১): ৬০৬৮১ মিলিয়ন মা.ড
*প্রবাসীদের প্রেরিত অর্থ (সমীক্ষা ২১): ২৪৭৭৮ মি.মা.
*সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে - সৌদি আরব থেকে।
------------ ------------ ------------ ------------ ------------ --------
*বৈদেশিক মুদ্রার রিজার্ভ (জুন,২১): ৪৬.৩৯ বি.মা.ড
*মূল্যস্ফীতি হার - ৫.৬৫ ৫.৫৬
------------ ------------ ------------ ------------ ------------ --------
* মোট ব্যাংকের সংখ্যা - ৬১ টি।
* রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক - ৬ টি।
* বিশেষায়িত ব্যাংক - ৩ টি।
* বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩ টি।
* বৈদেশিক ব্যাংক - ৯টি।
* ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
* মোট বিমা কোম্পানি - ৭৯ টি।
* সর্বশেষ ব্যাংক - দ্য সিটিজেন ব্যাংক।
* প্রবাসী আয়ে বাংলাদেশ - সপ্তম (১ম - ভারত)।
* জনসংখ্যায় বিশ্বে - অষ্টম।
* জনসংখ্যার ঘনত্বে বিশ্বে - সপ্তম।
* আয়তনে বাংলাদেশ - ৯২ তম।
* বৃহৎ মুসলিম দেশ হিসেবে - চতুর্থ।
* মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হিসেবে বিশ্বে - তৃতীয়।
#১৩ তম ব্রিকস সম্মেলন (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয় - নয়াদিল্লি (৯সেঃ ২০২১)।
# ১৪ তম হবে ২০২২ সালে - চীনে।।।
# # # একনজরে গুরুত্বপূর্ণ পরবর্তী সম্মেলন গুলো দেখে নিন।।।
------------ ------------ ------------ ------------ ------------ -------- সম্মেলন ক্রম স্থান সময়
--------------- ------------ ------------ -- ------------
ওআইসি ১৫তম৷ গাম্বিয়া ২০২২
------------ ------------ ------------ ------------ ------------ --------
বিমসটেক ৫ম কলম্বো,শ্রীলঙ্কা ২০২২
------------------------ ------------ ------------ ------------ ---------
জি-৭ ৪৮তম জার্মানি ২০২২
------------ ------------ ------------ ------------ ------------ --------
ন্যাটো ৩১তম স্পেন ২০২২
------------ ------------ ------------ ------------ ------------ --------
ব্রিকস ১৩ তম ভারত ২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
কমনওয়েলথ ২৬ তম রুয়ান্ডা ২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
ডব্লিউটিও ১২ তম জেনেভা
৩০নভেম্বর -৩ডিসেম্বর ২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
জি-২০ ১৬তম রোম,ইতালি ৩০-৩১অক্টো২১
জি-২০ ১৭তম বালি,ইন্দোনেশিয়া ২০২২
------------ ------------ ------------ ------------ ------------ --------
এপেক ৩৩ তম নিউজিল্যান্ড নভেঃ২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
আসিয়ান ৩৮ তম ব্রুনাই ২৬-২৮অক্টো,২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
কপ- ২৬ তম গ্লাসগো, স্কটল্যান্ড
১-১২ নভেম্বর, ২০২১
------------ ------------ ------------ ------------ ------------ --------
ন্যাম ১৯ তম উগান্ডা ২০২২
------------ ------------ ------------ ------------ ------------ --------
বিশ্ব এইডস সম্মেলন ২৪ তম মন্ট্রিল,কানাডা
২৯ জুলাই থেকে ২ আগস্ট, ২০২২
------------ ------------ ------------ ------------ ------------
# # # ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং খাতায় লিখে রাখুন। আশাকরি কাজে দিবে # # #
------------ ------------ ------------ ------------ ------------ --------
নাম ধরন রচয়িতা
--------------------- ----------------- ----------------------- -- *আরেক ফাল্গুন উপন্যাস জহির রায়হান
*নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাস সেলিনা হোসেন
*আর্তনাদ উপন্যাস শওকত ওসমান
------------ ------------ ------------ ------------ ------------ --------
* কবর নাটক মুনীর চৌধুরী
------------ ------------ ------------ ------------ ------------ -------
*কাঁদতে আসিনি,
ফাঁসির দাবি নিয়ে
এসেছি । কবিতা মাহবুব আলম চৌধুরী
*অমর একুশে কবিতা হাসান হাফিজুর রহমান
*বর্ণমালা আমার
দুঃখিনী বর্ণমালা কবিতা শামসুর রাহমান
স্মৃতিস্তম্ভ কবিতা আলাউদ্দিন আল আজাদ
*কোন এক মাকে কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ
*আমাকে কি মাল্য কবিতা নির্মলেন্দু গুণ
দিবে দাও
------------ ------------ ------------ ------------ ------------ --------
*মৌন নয় গল্প শওকত ওসমান
*দৃষ্টি গল্প আনিসুজ্জামান
*পলিমাটি গল্প সিরাজুল ইসলাম
*খরস্রোত গল্প জয়েন উদ্দিন
------------ ------------ ------------ ------------ ------------ --------
*আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটি গান।
# গীতিকার /রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী।
# প্রথম সুরকার - আব্দুল লতিফ।
# বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
🔷 বর্তমানে পোশাক রপ্তানিতে (১ম-২য়- ৩য়) হলো যথাক্রমে -
🔷 চীন - ভিয়েতনাম - বাংলাদেশ।।।
# # # কনফিউশান দূর করেন # # #
প্রশ্নঃ আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন -উক্তিটি কে করেছেন?(সমর সেন/আল মাহমুদ)
@ সঠিক উত্তরঃ আল মাহমুদ।
ব্যাখ্যঃ আল মাহমুদ তাঁর সোনালী কাবিন গ্রন্থে এই উক্তিটি করেছেন। অপরদিকে আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন উক্তিটি করেছেন - সমর সেন।
প্রশ্নঃ শহিদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ - উক্তিটি কে করেছেন?(নির্মলেন্দু গুণ /শামসুর রাহমান)
@ সঠিক উত্তরঃ শামসুর রাহমান।
প্রশ্নঃ যেখানে ফ্রি থিংকিং নেই, সেখানে কোনো কালচার নেই - এই উক্তিটি কে করেছেন?(রবীন্দ্রনাথ নাথ নাকি মোতাহের হোসেন চৌধুরী)
@ সঠিক উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী তাঁর সংস্কৃতি কথা প্রবন্ধে উক্তিটি করেছেন।
প্রশ্নঃ ঠগ পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়- কার উক্তি?(আক্কাস আলীর নাকি খালেক ব্যাপারীর)
@ সঠিক উত্তরঃ খালেক ব্যাপারীর ( সৈয়দ ওয়ালীউল্লাহ এর লালসালু উপন্যাসে উক্তিটি আছে)।
0 Comments
Don’t comment any link
Emoji