চাকরির প্রস্তুতি ইংরেজি -২


চাকরির প্রস্তুতি ইংরেজি -২
Determiners:
১)সকল Article হলো Determiner.
২)সকল গুণবাচক Adjective হলো Determiner.
৩)সকল পরিমাণ বাচক Adjective হলো Determiner.
যেমনঃMany,Much,Few,a few,some,little,a little ইত্যাদি।
৪)Countable noun কম হলে few বা a few এবং বেশি হলে many হয়।

যেমনঃ1.I have few friends.
2.I have a few friends.




৫)Uncountable noun কম হলে little বা a little এবং বেশি হলে Much হয়।


যেমনঃ1.There is little water in the pond.
2.There is a little water in the pond.
Note:little বা few এর সাথে a থাকলে আছে, a না থাকলে নাই।
***আমার কিছু বন্ধু আছে।
***আমার বন্ধু নাই বললেই চলে।


৬)সকল Possessive adjective হলো Determiner.
যেমনঃ1.This is my pen.
2.That is our house.


৭)সকল Demonstrative adjective হলো Determiner.
যেমনঃThis,that,these,those ইত্যাদি।
1)I loved this girl.
2)We like those pictures.


ব্যতিক্রমঃThis এর পর noun থাকলে Adjective, আর না হয় Adjective নয়।
যেমনঃThis is my beloved.


Post a Comment

0 Comments