চাকুরির প্রস্তুতি ইংরেজি-১

চাকুরির প্রস্তুতি ইংরেজি-১
GERUND AND PARTICIPLE :
Gerund=verb+ing;যা noun এর কাজ করে।
অবস্থান দেখে Gerund নির্ণয় পদ্ধতিঃ
১)Sentence এর শুরুতে  subject হিসেবে verb+ing থাকলে Gerund হয়।
যেমনঃ1.Swimming is good exercise.
          2.Walking is a good habit.

২)Preposition এর Object হিসেবে verb+ing থাকলে Gerund হয়।
যেমনঃ1.The customer grew tired of waiting.
          2.There is no credit in earning money illegally.

৩)মূল verb এর Object হিসেবে verb+ing থাকলে Gerund হয়।
যেমনঃ1.It has started raining.
          2.He has stopped smoking.

৪)To be verb এর Subject এবং Object হিসেবে verb+ing থাকলে Gerund হয়।
যেমনঃ1.Seeing is believing.
          2.Educating is enlightening.


Participle:

Participle=verb+ing যা Adjective এর কাজ করে। 

Participle ৩ প্রকার।যথাঃ

1.Present Participle 

2.Past participle 

3.Perfect participle 


Present Participle:Verb এর base form এর সাথে ing যুক্ত হয়ে Adjective এর কাজ করলে তাকে Present Participle বলে।

যেমনঃ1.Bangladesh is a developing country.

          2.Do not get down from a running train.


Past participle:

Verb এর Past participle Adjective হিসেবে কাজ করলে তাকে Past Participle বলে।

যেমনঃ1.America is a developed country.

          2.We are an educated nation.


Perfect participle:

Having এর পর verb এর Past participle থাকলে তাকে Perfect Participle বলে।

যেমনঃ1.Having gone to College,I met the girl.

          2.Having done the work,I went to Dhaka 



 

Post a Comment

0 Comments