Job preparation 9

 ০১| "মেসোপটেমিয়া"শব্দের অর্থ?

   =   দুই নদীর মধ্যবর্তী ভূমি/অঞ্চল 


🌻আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতার আবির্ভাব ঘটেছিল সেটাই মূলত মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত। 


০২| "নরওয়ে"অর্থ?

=    উত্তরের দেশ

🌻উত্তর ইউরোপের একটি রাজতন্ত্র রাষ্ট্র। অসলো রাজধানী । 


০৩| "দালাইলামা"শব্দের অর্থ?

       = মহাসাগর

🌻শব্দটার সাথে সম্পর্কিত : দলাই লামা তিব্বতের আধ্যাত্মিক প্রধান।ইনিই তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী। ইনি তিব্বতে রাজকীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিত্ব। তিব্বতের লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দলাই লামা বসবাস করেন। চীন কর্তৃক তিব্বত অধিগৃহীত হয়  ১৯৫৮ সালে। 


০৪| "কুইসলিং"অর্থ?

       = বিশ্বাসঘাতক


০৫| "পিং পং" অর্থ কী?

= টেবিল টেনিস

🌻আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বা আইটিটিএফ টেবিল টেনিসের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। চীন, হংকং এবং তাইওয়ানে এ খেলার আনুষ্ঠানিক নাম হচ্ছে পিং পং কিউ । অন্যদিকে জাপানে খেলাটি তাক্কিও নামে পরিচিত।টেবির টেনিস চীনের জাতীয় খেলা। 


০৬| "কিউনিফর্ম" অর্থ?

= অক্ষরভিত্তিক বর্ণলিপি 


০৭| "হিব্রু"অর্থ?

= নীচু বংশের লোক/যাযাবর

🌻হিব্রু সভ্যতা গড়ে উঠে মধ্য প্রাচ্যে। যা ফিলিস্তিন ও ইসরায়েল। ইসরায়েলের ভাষা হিব্রু। 


০৮| "থাইল্যান্ড" অর্থ?

         = মুক্তভূমি

🌻 থাইল্যান্ড ("থাই প্রদেশ") দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর সরকারি নাম থাইরাজ্য (রাচ্ ক্সাণাচক থাই অর্থাৎ "থাই রাজ্য")। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ঐ বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে ১৯৪০-এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হত। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মত থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। মুদ্রার নাম বাথ। শ্বেতহাতির দেশো বলা হয়। 


০৯| ইকুয়েডর অর্থ?

       =  নিরক্ষীয় অঞ্চল।

🌻ইকুয়েডর (Ecuador ) একটি স্পেনীয় শব্দ যার অর্থ "বিষুবরেখা"। উত্তর দিকে কলম্বিয়া সীমান্তে, পূর্ব এবং দক্ষিণে পেরু এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। ইকুয়েডর মূল ভূখণ্ডের প্রায় 1000 কিলোমিটার (621 মাইল) পশ্চিমে প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকেও অন্তর্ভুক্ত করে। সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে আন্দেস পর্বতমালায় অবস্থিত কিতো দেশটির রাজধানী। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত বন্দর শহর গুয়াইয়াকিল দেশের বৃহত্তম শহর। 


১০| "অস্ট্রেলিয়া"অর্থ?

    =  এশিয়ার দক্ষিণাঞ্চল

🌻অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সিডনী বৃহত্তম শহর। দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। 


১১| "পলিনেশিয়া"অর্থ?

     =  অনেক দ্বীপ 

🌻মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা প্রায় ১০০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি অঞ্চল। নিউজিল্যান্ড পলিনেশিয়ার বৃহত্তম দেশ। 


১২| "মাৎস্যন্যায়" অর্থ?

   =  অরাজকতা

🌻 রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়কালকে মাৎস্যন্যায় বলা হয়। সে সময় বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করে। প্রায় সমসাময়িক লিপি, খালিমপুর তাম্রশাসন এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিতম কাব্যে পাল বংশের পূর্ববর্তী সময়ের বাংলার নৈরাজ্যকর অবস্থাকে ‘মাৎস্যন্যায়’ বলে উল্লেখ করা হয়। প্রচলিত অর্থে মাৎস্যন্যায় বলতে অরাজক অবস্থাকেই বোঝায়।সংস্কৃত শব্দ মাৎস্যন্যায়ের আক্ষরিক অর্থ ‘মাছের ন্যায়। 


১৩| "গ্লাসনস্ত" অর্থ?

=   খোলামেলা আলোচনা (Open  air) 

🌻১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গবাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা করেছিলেন। 


১৪| "পেরেস্ত্রইকা"অর্থ?

       = পরিবর্তন/পুনর্গঠন 


১৫| "ভুটান"অর্থ?

       = উচ্চভূমি

🌻  ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু। ফুন্টসলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র।

সরকারি ভাষা জংখা। 


১৬। "বলকান" শব্দের অর্থ?

       = একসারি পর্বত 


১৭। "ব্লাসফেমি" শব্দের অর্থ?

    = ধর্মনিন্দা বা ঈশ্বর নিন্দা।

🌻 ধর্ম অবমাননা বা ধর্মনিন্দা বা ব্লাসফেমি হল পরমেশ্বর, পবিত্র জিনিস কিংবা পবিত্র বা অলঙ্ঘনীয় বিবেচিত এমন কোন কিছুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা, ঠাট্টা করা বা অশালীন ভাষায় আক্রমণ করা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশেই ব্লাসফেমি, ধর্মীয় অবমাননা এবং ধর্মত্যাগ শাস্তিযোগ্য অপরাধ৷ বাস্তবে ব্যক্তিগত ও পারিবারিক শত্রুতা, জমি নিয়ে বিরোধের ক্ষেত্রেও হাতিয়ার করা হয় এসব আইনকে। 


১৮। "হরপ্পা" কথাটির অর্থ কি? 

      =  পশুপাখির খাদ্য

🌻 হড়প্পা : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় হরপ্পা সভ‍্যতা অবস্থিত। প্রত্নস্থলটি রাবী নদীর পুরনো খাতের ধারে অবস্থিত একটি স্থানীয় গ্রামের নামাঙ্কিত। হরপ্পার বর্তমান গ্রামটি প্রত্নস্থল থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। আধুনিক হরপ্পা ব্রিটিশ আমল থেকেই একটি ট্রেন স্টেশন। কিন্তু এটি একটি ছোটো পাকিস্তানি শহরমাত্র। 


১৯| "মহেঞ্জোদারো" কথাটির অর্থ কি? 

    = মৃতের স্তুপ

🌻 মহেঞ্জোদারো : প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়। 


২০| "কোস্টারিকা" শব্দের অর্থ কী?

=  ধনী উপকূল

🌻 কোস্টা রিকা (স্পেনীয়: Costa Rica কোস্তা রিকা) দক্ষিণ আমেরিকা মহাদেশের এক‌টি রাষ্ট্র। এর উত্তরে নিকারাগুয়া, দক্ষিণ-দক্ষিণপূর্বে পানামা, পশ্চিমে ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর, এবং পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর। কোস্টা রিকা পৃথিবীর প্রথম দেশ যেটি তার সেনাবাহিনীর অবসান ঘটিয়েছে। প্রজাতন্ত্রী কোস্টা রিকা República de Costa Rica। রাজধানীর নাম  স্যান হোসে। 


২১| "বলকান" শব্দটি?

   =  তুর্কি শব্দ

🌻 ইংরেজি: The Balkans) বলতে দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কুপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে।ঐতিহাসিক ভাবে বলকান ছিল উসমানী রাজ্যের ইউরোপীয় অংশ। 


২২। "ভেনিজুয়েলা" অর্থ?

       = ক্ষুদ্র ভেনিস

🌻  ভেনেজুয়েলা:দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। ভেনেজুয়েলার ভূপ্রকৃতি উত্তরে আন্দেস পর্বতমালার সুউচ্চ পর্বতচূড়াগুলো ক্রান্তীয় অরণ্য পর্যন্ত বিস্তৃত। দেশের মধ্যভাগে আছে তৃণময় সমভূমি এবং রুক্ষ উচ্চভূমি। উপকূল জুড়ে রয়েছে নয়নাভিরাম বেলাভূমি। তীর থেকে অদূরে অনেকগুলি দ্বীপ ভেনেজুয়েলার সীমানার অন্তর্গত। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস। 


২৩| "চাকমা" শব্দের অর্থ কী?

      =মানুষ 


২৪| "ক্রিসেনথিমাম" এর বাংলা অর্থ?

     = চন্দ্রমল্লিকা(জাপানের জাতীয়) 


২৫| "হিরোনারু" শব্দের অর্থ?

      = উদীয়মান সূর্য

বাংলাদেশের ভূ-প্রকৃতি 

------------------------------------

এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশ অবস্থিত। 

২০°৩৪ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বাংলাদেশের বিস্তৃতি।


 বাংলাদেশের প্রায় মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। 

এদেশের মোট আয়তন প্রায় ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বে ভারত, দক্ষিণ-পূর্বে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।


বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। এদেশের ভূখণ্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ ঢালু। পূর্বে সামান্য উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ বিস্তীর্ণ সমভূমি।


শ্রেণীবিভাগ: ভূমির বন্ধুরতার পার্থক্য ও গঠনের সময়ানুক্রমিক দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা-

(১) টারশিয়ারী যুগের পাহাড়সমূহ (বাংলাদেশের ৮%)

(২) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি (বাংলাদেশের ১২%)

(৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি (বাংলাদেশের ৮০%)


★★★টারশিয়ারী যুগের পাহাড়সমূহ: টারশিয়ারী যুগে হিমালয় পর্বত গঠনের সময় এসব পাহাড় সৃষ্টি হয়েছিল বলে এগুলোকে টারশিয়ারী পাহাড় বলে। এ পাহাড়ী অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

(ক) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও

(খ) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।


উত্তর-পূর্বাঞ্চলের পাহাড় সমূহ: 

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তরপূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের দক্ষিণাংশের ছোটবড় বিচ্ছিন্ন পাহাড়গুলো এ অঞ্চলের অন্তর্গত

                    ♥গারো পাহাড়-ময়মনসিংহ 

                    ♥কালা পাহাড়-মৌলভিবাজার

                    ♥জৈয়ন্তিকা -সিলেট 


দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ: 

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং চট্টগ্রামের অংশবিশেষ এ অঞ্চলের অন্তর্গত।

                     ♥মোদকটং/সাফা হাফং-থানচি,বান্দরবন (অঘোষিত সর্বোচ্চ শৃঙ্গ)

                     ♥তাজিংডং/বিজয় (১২৩১ মিটার)-বান্দরবন

                     ♥ক্রেওক্রাডং (১২৩০ মিটার)-বান্দরবন

                     ♥চন্দ্রনাথ-সীতাকুন্ড,চট্টগ্রাম

                     ♥চিম্বুক পাহাড়-বান্দরবন 

                     ♥নীলগিরি -বন্দরবন 

                     ♥আলুটিলা-খাগড়াছড়ি 

                     ♥সাজেক-রাঙামাটির ছাদ 


★★★প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি: ২৫,০০০ বছর পূর্বে প্লাইস্টোসিনকালে আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়।

                    ♥বরেন্দ্রভূমি-রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের সম্পূর্ণ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অধিকাংশ মালদহ জেলা পূর্ণ করে।

                    ♥মধুপুর ও ভাওয়ালের গড়-মধুপুর গড় বা মধুপুর শালবন বা মধুপুর জঙ্গল বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ বনভূমি বা উত্থিত এলাকা। মধুপুর গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকা এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত। গড়টির উত্তর অংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত। মধুপুর উপজেলায় অবস্থিত গড়ের অংশ নিয়ে মধুপুর জাতীয় উদ্যান এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান গঠিত হয়েছে।

                     ♥লালমাই পাহাড়-লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সে হিসেবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।


★★★সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

বাংলাদেশের শতকরা প্রায় ৯০ ভাগ ভূমি এ অঞ্চলের আওতায় পড়ে। এ অঞ্চল পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদী এবং এদের উপনদী ও শাখানদী বাহিত পলি দ্বারা গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এ সমভূমির গড় উচ্চতা ৯ মিটারের কম। এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে অসংখ্য বিল ও জলাভূমি ছড়িয়ে আছে। এগুলো এদেশে ভূপ্রকৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজশাহী ও পাবনার চলন বিল, মাদারিপুরের বিল ও সিলেটের হাওরগুলো বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে। এ সমভূমি অঞ্চলের ভূমি খুব উর্বর।


বাংলাদেশের অধিকাংশ এলাকাই নদনদী ও এদের শাখা প্রশাখা বাহিত পললে গঠিত। এর আওতায় -

ক) কুমিল্লার সমভূমি - চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষীপুর, ফেনী ও হবিগঞ্জ জেলার কিছু অংশ।

খ) সিলেট অববাহিকা - সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার পূর্ব দিলের অংশ।

গ) পাদদেশীয় পলল্ভূমি - উত্তর পশ্চিমাংশের বৃহত্তম রংপুর, দিনাজপুর জেলার কিছু অংশ হিমালয় পর্বত হতে আনীত পললে গঠিত।

ঘ) গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা প্লাবন সমভূমি - এটি বাংলাদেশের মূল প্লাবন সমভূমি বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহীর অংশবিশেষ নিয়ে এক বৃহত্তর এলাকা।

ঙ) বদ্বীপ অঞ্চলীয় সমভূমি - দক্ষিণ পশ্চিম অঞ্চল বৃহত্তম কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলের সমুদয় অংশ এবং রাজশাহী, পাবনা ও ঢাকা অঞ্চলের কিছু অংশ।

চ) চট্টগ্রামের উপকূলীয় সমভূমি - ফেনী নদী হতে কক্সবাজারের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত।

ইংরেজি প্রতিশব্দ:-

1.Approximate- প্রত্যাসন্ন


2.Area- ক্ষেত্রফল


3.Monsoon- মৌসুম


4.Analysis- বিশ্লেষণ


5.Quantity- পরিমাণ


6.Exponential- সূচক


7.Exploration- বিস্ফোরণ


8.Mars- মঙ্গলগ্রহ


5.Quotient- ভাগফল


6.Factor- উৎপাদক


7.Witness- সাক্ষী দেওয়া


8.Quantity- পরিমাণ


7.Quantitative- পরিমণাত্নক


9.Qualitative- গুণাত্নক


10.Standard- আদর্শ, মান


11.Mercury- বুধ গ্রহ


12.Jupiter- বৃহস্পতি গ্রহ


13.Graph- লেখচিত্র 


14.Saturn- শনিগ্রহ


15.Invoice- চালান


16.Function- বৃত্তি, ধর্ম


17.Utility- উপযোগ


18.Nebula- নীহারিকা


19.Skull- মাথার খুলি / করোটি


20.Gravity- অভিকর্ষ


21.Image- প্রতিচ্ছবি, প্রতিবিম্ব


22.Skeleton- কঙ্কাল


23.Galaxy- ছায়াপথ


24.Square Root- বর্গমূল


25.Cube Root- ঘনমূল


26.Maximum- গরিষ্ঠ


27.Minimum- লঘিষ্ঠ


28.Germination- অঙ্কুরোদগম


29.Commodity- পণ্য


30.Average- গড়


31.Median- মধ্যমা


32.Length- দৈর্ঘ্য


33.Base- ভিত্তি


32.Basin- অববাহিকা


33.Barter- বিনিময়


34.Monopoly- একচেটিয়া


35.Digit- অঙ্ক, সংখ্যা


36.Integer- ভগ্নাংশ


37.Fungus- ছত্রাক


38.Sub Rent- উপভাড়া


39.Generation- প্রজন্ম


40.Surplus- বাড়তি


41.Free Trade- অবাধ বাণিজ্য


42.Radius- ব্যাসার্ধ


43.Recreation- বিকিরণ


44.Reaction- প্রতিক্রিয়া


45.Ratio- অনুপাত


46.Specific Gravity- আপেক্ষিক গুরুত্ব


47.Deadlock- অচলাবস্থা


48.Anatomy- শারীরবিদ্যা


49.Wizard- জাদুকর


50.Delta- ব-দ্বীপ


51.Sexton- গির্জার ঘন্টানাদি বাজানোর জন্য যে কাজ করা হয়


52.Harmony- সুরসৌষম্য


53.Capital Structure- মূলধন কাঠামো


54.Unit- একক


55.Celebrate- উদযাপন করা


56.Velocity- বেগ


57.Valve- কবাটিকা


58.Variable cost- পরিবর্তনশীল ব্যয়


59.Monster- দৈত্য


60.Oval- ডিম্বাকৃতি


61.Nationality- জাতীয়তা


62.Mist- কুয়াশা


63.Orbit- অক্ষিকোটর


64.Classification- শ্রেণীবিভাগ


65.Cell- কোষ


66.Candidate-প্রার্থী


67.Mumble- বিড়বিড় করা


68.Colony- উপনিবেশ


69.Civic- নাগরিক


70.Capacity- ধারণকৃত


71.Abuse- গালিগালাজ করা


72.Standard- আদর্শ  মান


73.Swiftly- দ্রুতগতিতে


74.Elastic- স্থিতিস্থাপক


75.Elimination- অপনয়ন


76.Exhibition- প্রদর্শনী


77.Evolution- বিবর্তন


78.Compass- দিক নির্ণয়


79.Optional- ঐচ্ছিক


78.Axis- অক্ষ


79.Debenture- ঋণপত্র


80.Will- চরমপত্র


81.Widow- বিধবা


82.Nadir- কুবিন্দু


83.Virgin- কুমারী


84.Session- অধিবেশন


85.Peninsula- উপদ্বীপ


86.Waterfall- জলপ্রপাত


87.Volcano- আগ্নেয়গিরি


88.Steam- বাষ্প


89.Joint- সন্ধি


90.Flatter- চাটুকারী/ চাটুকর


91.Circle- গোলাকার, বৃত্ত


92.Globalization- বিশ্বায়ন


93.Obligatory- বাধ্যতামূলক


94.Donation- অনুদান


95.Algebra- বীজগণিত


96.Step- পদক্ষেপ


97.Compound Interest- চক্রবৃদ্ধি সুদ


98.Commonwealth- গণতন্ত্র, রাষ্ট্রয়াত্ত


99.Domestic- গৃহপালিত


100.Destiny- নিয়তি


101.Arts- কলাবিদ্যা


102.Alternative- বিকল্প


103.Proxy- প্রতিনিধি


104.Bubble- বিম্ব


105.Navy- নৌ-শক্তি


105.Rainbow- রংধনু


106.Distribution- বিতরণ

Post a Comment

0 Comments