Job preparation 7

 যেকোনো পরীক্ষার কমন উপযোগী ২৫০টি গুরুত্বপূর্ণ #MCQ ঃ 


০১. বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে – ২০২১ সালে

০২. বর্তমান বিশ্বের সেরা ধনী - বার্নার্ড আরনল্ট। 

০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।

০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)

০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।

০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।

০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।

০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।

০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।

১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।

১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।

১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।

১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।

১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।

১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৪ টি (সর্বশেষ রুয়ান্ডা)

১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "

১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।

১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)

১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান

২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।

২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।

২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।

২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।

২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।

২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।

২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।

২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।

২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।

২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.

৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৬১ টি ( রাষ্ট্রীয় ৯টি)।

৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।

৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।

৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।

৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩৫ টি।

৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।

৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।

৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৭ টি পণ্যে। সমীক্ষা ২০২১

৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।

৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।

৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।

৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে

র নতুন মহাসচিব - কুমি নাইডো।

৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।

৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।

৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৩ টি।

৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।

৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।

৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।

৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।

৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।

৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।

৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)

৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।

৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।

৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।

৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।

৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।

৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।

৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।

৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।

৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।

৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.

৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".

৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।

৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।

৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)

৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।

৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।

৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।

৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ৩০ টি 

৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।

৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ৪৩৮ জন।

৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।

৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।

৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।

৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।

৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।

৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।

৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।

৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।

৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।

৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর

৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।

৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।

৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।

৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।

৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.

৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.

৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।

৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।

৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.

৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।

৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।

৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।

৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।

৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।

৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।

৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।

১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক

গোয়েন্দা সংস্থা :

১০১। ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র

১০২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য

১০৩। মুখবরাত- মিশর

১০৪। মোসাদ- ইসরায়েল

১০৫। আমান- ইসরায়েল

১০৬। সাভাক- ইসরায়েল

১০৭। র ( RAW) – ভারত

১০৮। আইএসআই- পাকিস্তান

বিমানসংস্থার নাম:

১০৯। ইন্দোনেশিয়া – গারুদা

১১০। জার্মানি – লুফথানসা

১১১। রাশিয়া – এরোফ্লট

১১২। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র

বিমানবন্দর :

১১৩। হিথ্রো বিমানবন্দর – লন্ডন

১১৪। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল

দিবস:

১১৫। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ

১১৬। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল

১১৭। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে

১১৮। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে

১১৯। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই

১২০। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট

১২১। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর

১২২। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর

১২৩। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর

১২৪৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর

১২৫। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর

১২৬। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর

১২৭। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর

১২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি

১২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী

১৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি+আলোচনা

১৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা+বিণ

১৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস

১৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী

১৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি

১৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা

১৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস

১৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা

১৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা

১৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র

১৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত

নদী

১৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন

১৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং

১৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত

১৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- হোয়াংহো নদী। 

১৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা

১৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি

১৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ

১৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান

১৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান

জলপ্রপাত :

১৫০। বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস

১৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা

১৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া

ভৌগলিক উপনাম:

১৫৩। বিশ্বের রাজধানী – নিউইয়র্ক

১৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো

১৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর

১৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড

১৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড

১৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া

১৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা

১৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ

১৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন

১৬২। সাত পাহাড়ের শহর– রোম

১৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো

১৬৪। সংস্কৃতির শহর- প্যারিস

১৬৫। বিগ আপেল – নিউইয়র্ক

১৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম

১৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক

১৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম

১৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে

১৭০। সাত পাহাড়ের দেশ – রোম

ভাষা:

১৭১। চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)

১৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ

১৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি

১৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ

১৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান

১৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ

১৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান

১৭৮। আফগানিস্তান- পশতু

১৭৯। ভুটান- দোজাংখা

১৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি

১৮১। মালদ্বীপ – দিভেহী

১৮২। শ্রীলঙ্কা – সিংহলি

১৮৩। ইসরায়েল – হিব্রু

১৮৪। মালয়েশিয়া – মালয়

১৮৫। কম্বোডিয়া – খেমার

১৮৬। ঘানা- আকান

সমুদ্রবন্দরঃ

১৮৭। আকাবা- জর্ডান

১৮৮। বন্দর আব্বাস – ইরান

১৮৯। এডেন– ইয়েমেন

১৯০। হাইফা- ইসরায়েল

১৯১। ডানজিগ– পোল্যান্ড

১৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম

১৯৩। পোর্ট সৈয়দ – মিশর

১৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো

১৯৫। বেনগাজী- লিবিয়া

১৯৬। উমকাসর- ইরাক

১৯৭। ইসকানদারুন- তুরস্ক

মুদ্রা :

১৯৮। গুলট্রাম- ভুটান

১৯৯। কিয়াট- মায়ানমার

২০০। রিংগিত- মালয়েশিয়া

২০১। ইসরায়েল – শেকেল

২০২। জলোটি- পোল্যান্ড

২০৩। সেডি- ঘানা

২০৪। ডং- ভিয়েতনাম

আইনসভা :

২০৫। ইসরায়েল – নেসেট

২০৬। জাপান – ডায়েট

২০৭। আফগানিস্তান – লয়া জিরগা

২০৮। যুক্তরাষ্ট্র – কংগ্রেস

২০৯। রাশিয়া – স্টেট ডুমা

২১০। পাকিস্তান – মজলিশ

২১১। নরওয়ে – স্টরটিং

২১২। ডেনমার্ক – ফোকেটিং

২১৩। জার্মানি – বুন্টেসট্যাগ

হ্রদ :

২১৫। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর

২১৬। বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র হ্রদ

২১৭। গ্রেট লেকস কয়টি?- ৫ টি

২১৮। তাঞ্জানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত – ভিক্টোরিয়া হ্রদ

২১৯। বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল

২২০। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ- আসাল হ্রদ

২২১। লবণ সাগরের আসল নাম- মৃত সাগর

২২২। পৃথিবীর যে সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে- মৃতসাগর/ লবণ সাগর

প্রণালি :

২২৩। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালী

২২৪। ভারত হতে শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালি

২২৫। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করেছে- হরমুজ প্রণালি

২২৬। এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে- বাব-এল-মান্দেব

২২৭। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালি

২২৮। ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি

২২৯। ফ্রান্স ও ব্রিটেন পৃথক করেছে- ইংলিশ চ্যানেল

২৩০। ব্রজেন দাস- একজন বাঙ্গালি সাঁতারু

২৩১। পৃথিবীর বৃহত্তম খাল- সুয়েজ খাল

২৩২। সুয়েজ খাল অবস্থিত – মিশর

২৩৩। সুয়েজ খাল চালু হয়- ১৮৬৯ সালে

২৩৪। সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগর ও লোহিত সাগর

২৩৫। পানামা খাল সংযুক্ত করেছে- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

নদী:

২৩৬। পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ

২৩৭। নীলনদ প্রবাহিত হয়েছে- ১১ টি

২৩৮। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? – নীল

২৩৯। পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন

২৪০। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন

২৪১। মাতৃতান্ত্রিক উপজাতি – খাসিয়া

২৪২। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবরণ উৎসবের নাম – বৈসাবি

২৪৩। “ কালার রেভল্যুশন “ যে দেশে উসকে দিয়েছিল – রাশিয়ায়

২৪৪। স্নায়ুযুদ্ধ হয়েছিল – পঞ্চাশের দশকে

২৪৫ স্নায়ুযুদ্ধ হয়েছিল – সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে

২৪৬। স্নায়ুযুদ্ধের ফলে যে ২ টি জোট গঠিত হয়েছিল – ন্যাটো ও ওয়ারশ জোট

২৪৭। আরব বসন্ত – ২০১০-১১ সালে

২৪৮। ইরাক ছাড়া আর যে দেশে নো ফ্লাই জোন আছে – লিবিয়ায়

২৪৯। রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় – ২০১৪ সালে, ইউক্রেনের কাছ থেকে

২৫০। রাশিয়ার মোট দেশজ উৎপাদন – ১৫ হাজার ৭০০ কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের মাত্র ৮% এর সম

Post a Comment

0 Comments